Friday, December 7, 2012

COLOR OF LIFE!



২০০৯ সালের গোড়ার দিকের কথা।আমাদের একটা স্বপ্ন ছিল। বাংলাদেশি কার্টুনিস্টদের  প্রথম একটা এসোসিয়েশন গড়ার স্বপ্ন। এসোসিয়েশনটা হবে বাংলাদেশের সকল কার্টুনিস্ট দের একটা কমন প্ল্যাটটফর্ম। যেখান থেকে আমরা সবাই মিলে বছর ধরে কার্টুন আকব,ওয়ার্কসপ করবো, এক্সিবিশন করবো। এক্সিবিশন বড় হয়ে রুপ নিবে ফেস্টিভাল এ। যেখানে একাধারে চলবে কার্টুন, ক্যারিক্যাচার, এনিমেশন এক্সিবিশন এমন কি  লাইভ ক্যারিক্যাচারিং ও!
গত ১৫ থেকে ১৯ এ নভেম্বার হয়ে গেল বাংলাদেশ কার্টুন ফেস্ট ২০১২। বাংলাদেশের এই প্রথম কার্টুনের ফেস্টিভ্যাল আয়োজনে ছিল বানকারআস ওরফে বাংলাদেশ কার্টুনিস্ট এসোসিয়াশন। ভাবতে অবাক লাগে আবার খুশিও লাগে। এই আয়োজনের সকল দৌড়াদৌড়ি ও সকল কৃতিত্ব মেহেদী ভাই এর।  এর জন্য আমি কিছুই করতে পারিনি শুধু মাত্র কিছু কার্টুন একে দেয়া ছাড়া। মাত্রাতিক্ত আবেগে ৬ টার যায়গায় ১২ টা কার্টুন একে ফেলেছিলাম (ম্যাক্সিমাম জমা দেয়ার সংখ্যা  নাকি ছিল ৬) তাই এক্সিবিশন এ স্থান পাওয়া, না পাওয়া কার্টুন গুলো একত্রে আজকে তুলে দিলাম ব্লগ এ।

                                                            creative thoughts!
         কার্টুনের বিষয় ছিল উন্মুক্ত, আবার, আরেকটা বিষয় ছিল                color of life - রং এর দুনিয়া’!
 
আমার  যেকোন স্পেসিফিক টপিক এ একাধিক কার্টুন করতে বেশ চ্যালেঞ্জড লাগে।তাই এই সিরিসের কার্টুন গুলো সব কালার অফ লাইফ থিম
নিয়ে করা।

my colorful dreams!
color of freedom!
                                                             

                                                             Brush & bullets!

                     SOLVING THE PUZZLE!

অবশ্য এক্সিবিশন এর আমার সবচেয়ে পছন্দের কার্টুন গুলো হচ্ছে কার্টুনিস্ট হুদা, কার্টুনিস্ট রকি, কার্টুনিস্ট মেহেদী হক o কার্টুনিস্ট নাসরীন সুলতানা মিতু’র আঁকা।
বেস্ট ক্যারিক্যাচার জাভেদ ভাই, আবু ভাই ও আরাফাত (হাবিব ভাই এর সো ফার বেস্ট ক্যারিক্যাচার টা করার জন্য) এনাদের সবার কার্টুন গুলার সফট কপি আমার কাছে না থাকার কিছু তুলে রাখা ছবি শেয়ার করলাম।





শুরুটা হলো খুব সুন্দর। হাজার হাজার মানুষের ভীড় ছিলো প্রতিদিন। দ্রিক গ্যালারী তে এক পা ফেলার জায়গা ছিল না এই ৫ দিন। এর থেকে বোঝা যায় বাংলাদেশের কার্টুনপ্রেমীদের অভাব নাই, শুধুমাত্র আরো ভালো ভালো  কার্টুন এর কাজ হওয়া বাকি। :-)