Monday, October 4, 2010

ইরান থেকে পালিয়ে!



গত বছর ইরান গিয়েছিলাম এক ভিজুওয়াল আর্ট ফেস্টিভল এ বাংলাদেশের কার্টুনিং সেক্টরের ঢোল বাজাতে!! সেই ঢোল বাজাতে গিয়ে শেষ মেষ ঘোল খেয়ে ফিরতে হল ঢাকায়! পুরান সব ছবি ঘাটতে ঘাটতে সে সময়ের কিছু ছবি ও ক্যারিকাচার খুজে পেলাম! বাস! আর কি লাগে হয়ে গেল আমার ব্লগের আরেকটি ছোক-ছোকে পোস্ট!

এই ভদ্দর মহিলা ছিলেন আমাদের শো এর ভিডিও গ্রাফার। আগের কাজ গুলো এখন দেখলে বুঝি যে আমি কি অবলীলায়
না বুঝে কাজ করে যাই!
মাসল-ম্যান এভিস হারলিকাজ! ইয়ং স্কাপচারিস্ট ফ্রম আলবানিয়া। নিজেই যেন একটা জলজ্যান্ত স্কাল্পচার! তাহার গায়ের গঠন দেখে প্রথমে ক্যারিকাচার করার সাহস জাগে নি। পরে এই পর্বতসম মানুষ টার শিশুতুল্য (বয়স মাত্র ২০!) মনের সাথে পরিচিত হয়ে দুঃসাহসটা করে ফেললাম!















এক ইরানি ক্যারিকাচারিস্ট দোস্ত এর খোমাক্যাচার করার ব্যার্থ চেষ্টা! পাশে WORKSHOP এ ক্যারিকাচারিস্ট দলের সাথে পোজ দিচ্ছি আমি!
















সাউদি প্রিন্সেস sh dasti যার বোরকায় ছিল ঝলমলে পাথর বসানো এবং ভ্রমন নাকি করেন প্রাইভেট জেট এ !












জিওগ্রাফির শিক্ষক Mr.আলী
বেশ ভাব গম্ভীর মানুষ,কিন্তু কি জানি কি ভেবেনিজেই বল্লেন তার একটি ক্যারিকাচার চাই
শুধু বলাটাই ছিল দেরি...


































ইরানি দের চেহারার ক্যারিকা-আচার করতে গিয়ে দেখলাম
তাদের চেহারার বৈশিষ্ট গুলো আতোটাই জোড়ালো আর সূচালো যে
এক দিক থেকে বাঙ্গালি দের গোল-গাল চেহারার
তুলনায় তাদের চেহারার কার্টুন করা ছিল খুব সহজ!
আর বেশ ভাল চর্চার সুযোগ ও হয়েছিল বটে!



























2 comments: